|
---|
নিজস্ব সংবাদদাতা :শিশু শ্রম সমাজের এক অভিশাপ। অভাবের তাড়নায় হোক বা জীবনে তারাতারী অতিরিক্ত রোজগারের আশাই হোক শিশুদের শ্রমিক হিসেবে কাজে লাগাবার প্রবনতা বাড়ছে। সমাজের এই অ-মানবিক প্রথা বন্ধ করতে সচেতনতা শিবির করলো জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ। সোমবার জেলার বিভিন্ন প্রান্তে শিশুশ্রম বন্ধের আর্জি নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে এই সচেতনতা শিবির হয় বলে জানান পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ।তিনি বলেন, ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটার সচিব বিচারক মহম্মদ রুকনুদ্দীন এর নির্দেশে শিশু শ্রম বারোধ দিবসে সচেতনতা শিবির করা হয়। যেখানে শিশু, অভিভাবকদের সচেতন করা হয় যাতে শিশুদের শ্রমিক হিসেবে যাতে কোথাও কাজ না করায়। শিশুশ্রম আইনী দৃষ্টিতে যে বেআইনী সেবিষয়েও প্রচার করা হয়।