|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি সংলগ্ন সুকনার মেথিবাড়ির কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ২ জন । আচমকাই তাদের উপরে এসে পড়ে বিশালাকার একটি গাছের ডাল । গাছের ডালের আঘাতে এক আরোহীর মাথার খুলি ফেটে যায় । স্কুটি থেকে ছিটকে রাস্তাতে পড়ে যান দু’জন । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের । মৃত ব্যক্তির দু’জনের নাম রাকেশ ছেত্রী এবং প্রণব ছেত্রী ।
দুজনই দার্জিলিং এর সোনাদার বাসিন্দা । প্রত্যক্ষদর্শীরা জানান , বৃষ্টির ফলে ড্রেন ও রাস্তা বোঝা যাচ্ছে না। গাড়ি আস্তে ধীরে চলাচল করলেও দুই যুবক প্রচন্ড গতিতে শিলিগুড়ি থেকে সুকনার দিকে যাচ্ছিলেন । তাদের সামনে একটি মারুতি ভ্যান এসে যায়। স্কুটিটি মারুতি ভ্যানটিকে অতিক্রম করতেই তাদের উপরে একটি গাছ এসে পড়ে। দু’জনের সেখানেই মৃত্যু হয় । যান চলাচল বন্ধ হয়ে যায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ।