|
---|
উত্তরবঙ্গ: বন্ধ উড়ান।তিল ধারনের জায়গা নেই রেল এবং বাসে।পনেরো দিনের জন্য বন্ধ উড়ান,তাই টিকিট নেই রেল এবং বাসে।আজ সকাল থেকেই সিটি বুকিং এবং এনজেপী ষ্টেশনের কাউন্টারে তিল ধারনের জায়গা নেই।প্রচুর পর্যটক পাহাড় থেকে ফিরে উড়ান ধরবেন বলে ঠিক করে রেখেছিলেন,এখন সেটা বাতিল করে ট্রেন এবং বাস ধরবার জন্য দৌড়চ্ছেন।সবচাইতে খারাপ অবস্থা দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেসে।আগামী সাতদিনের টিকিট শেষ।এমনকি এজেন্টদের কাছেও টিকিট নেই।বাসের অবস্থাও খারাপ।প্রাইভেট বাস বন্ধ তাই সরকারি বাসের উপরই নির্ভর করে টিকিটের জন্য দৌড়চ্ছেন যাত্রীরা।
হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ায় সবচাইতে বেশী বিপাকে পড়ে গেছেন পর্যটকেরা।যারা সাত থেকে দশদিন আগে এখানে এসে পাহাড়ে উঠেছিলেন।কবে খুলবে এয়ারপোর্ট,কেউ জানেন না কারন পনেরো দিন বলা হলেও কবে খুলবে এয়ারপোর্ট বলতে পারছেন না এয়ারপোর্ট কতৃপক্ষ।সব মিলিয়ে চরম বিপাকে উত্তরবঙ্গের সাধারন মানুষ এবং বাইরে থেকে আসা পর্যটকেরা।এয়ারপোর্ট বন্ধ থাকায় যাদের এখন পুরোপুরি নির্ভর করতে হচ্ছে ট্রেন কিংবা বাসের উপর।