শিলিগুড়িতে উচ্ছেদ হওয়া আট পরিবারকে দ্রুত জমির পাট্টা দেওয়া হবে

শিলিগুড়ি: শিলিগুড়িতে গত 8 তারিখ 40 নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ পল্লীতে আট পরিবারকে উচ্ছেদ করা হয় আদালতের নির্দেশ অনুযায়ী। জলপাইগুড়ি আদালতের নাজিরের উপস্থিতিতে এবং ভক্তিনগর থানার পুলিশের তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান করা হয়।

    উচ্ছেদ হওয়া বাসিন্দারা অভিযোগ করেছেন কি কারনে উচ্ছেদ করা হচ্ছে, এই বিষয়ে সঠিক ভাবে তাদের অবগত করা হয়নি। উচ্ছেদ অভিযান চালানোর মাত্র এক ঘণ্টা আগে তাদের হাতে একটা নোটিশ ধরিয়ে দেওয়া হয়। এমনকি উচ্ছেদ করার সময় অনেক বাসিন্দাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ কারণে অনেক প্রয়োজনীয় জিনিস তারা ঘর থেকে নিয়ে আসতে পারেননি। অনেক ছাত্র-ছাত্রী তাদের বই খাতা নিয়ে আসতে পারেনি। ইতিমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছিল আর পড়াশোনা করবে না। গোটা ব্যাপারটি স্থানীয় একটি সংবাদপত্রে প্রকাশ পাওয়ার পর বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। এরপর তিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে এলাকা পরিদর্শনের নির্দেশ দেন। উচ্ছেদ করার জন্য রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি। গৌতম দেব ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেন। উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পূনর্বাসনের আশ্বাস দেন, তারা তাদের পাশে থাকার আশ্বাস দেন মেয়র। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা প্রশাসন তাদের জন্য বিকল্প জমি খোঁজা শুরু করেছে। আশা করা যাচ্ছে দু-একদিনের মধ্যে জমির খোঁজ পাওয়া যাবে। জমির খোঁজ পাওয়া গেলে তাদেরকে পাট্টা দিয়ে দেওয়া হবে।