|
---|
সেক আতিউল্লা ,নতুন গতি,পূর্ব মেদিনীপুর : সাপ ধরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রাম ও নেদাবাড় গ্রাম পঞ্চয়েতের সরো গ্রামের মানুষদের জন্য পুরাতন পোশাক, শীত বস্ত্র ও নতুন কম্বল বিতরন করলো চলো পাল্টাই নামে সেচ্ছাসেবী সংগঠন। 2017 সালে ১৩ ডিসেম্বর মেছেদার বস্তি এলাকাতে ৭০০ জন অসহায় মানুষদের পুরাতন পোশাক ও শীত বস্ত্র প্রদান কর্মসূচির মধ্যদিয়ে শুরু হয়েছিল এই সংগঠনের পথ চলা। তৃতীয় বর্ষে এসে আজকের দিনে(১৩ ডিসেম্বর) প্রায় তিন হাজারের বেশি পোশাক তারা বিতরণ করল ঝাড়গ্রামের মানুষের মধ্যে।
সংগঠনের সম্পাদক মতিলাল দাস বলেন, গত দু বছর ধরে ঝাড়গ্রামের নানান প্রান্তে আমরা কাজ করেছি। কখন পুরাতন পোশাক, কখন নতুন পোশাক, শীত বস্ত্র, কম্বল, শিক্ষা সামগ্রী প্রদান কর্মসূচির মাধ্যমে মানুষের সাথে ও মানুষের পাশে থেকেছি। এ বছর আবার একই ভাবে আমরা ঝাড়গ্রামের দুটি গ্রামে উষ্ণতার ছোয়া কর্মসূচী বাস্তায়ন করলাম। সংগঠনের কর্মসূচী পরিচালক সোনিয়া জানান, আমরা যারা প্রত্যন্ত গ্রামে থাকিনা, তারা ঐ গ্রামের মানুষের অসহায়তাটা বুঝতে পারি না। তাই চেষ্টা করি আমরা আমাদের সাধ্য মতো ওদের পাশে দাঁড়াতে। আগামী দিনে শিক্ষা সামগ্রী ও স্বাস্থ্য স্বচেতনতা নিয়ে কাজ করার ঘোষণা করা হয় সংগঠনের পক্ষ থেকে।