মালদায় প্রথমবার, বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : আজ সকাল ১১টা থেকে কালিয়াচকের গোলাপগঞ্জে – সমর মন্ডল ও তনুশ্রী দত্তের আজ ছিল বৌ-ভাত। এই বিয়ে উপলক্ষে একটি রক্ত দান শিবির এবং দুঃস্থ মানুষদের কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল। সহযোগিতায় ছিল – “Malda Blood Army” ও “নতুন আলো” বলে এক স্বেচ্ছাসেবী সংস্থা। বিয়ে বাড়িতে বর ও কনে ছাড়াও প্রায় ২৫ জনের মতো রক্তদাতা রক্তদান করেন। প্রায় ৫০ জন দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন সদ্য বিয়ে করা সমর ও তনুশ্রী।

    তনুশ্রী আমাদের জনান “মালদা ব্লাড ব্যাংক রক্ত শুন্য এবং আমি অনেকদিন আগে থেকে এটা জানি। তাই ভেবেছিলাম পরিবারের লোকদের সাথে কথা বলে যদি রক্তদান শিবিরের আয়োজন করি তাহলে বেশ কছুজন এর প্রান বাঁচবে। তাই এই রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি। এরকম এক অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন মালদ ব্লাড ব্যাংক এর কর্মী থেকে শুরু করে বিয়ে বাড়িতে আসা আত্মীয়রা ও সমাজকর্মীরা। মালদা জেলায় এই প্রথম বিয়ে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে ব্লাড ব্যাংক থেকে আমাদের জানিয়েছেন।