|
---|
চাঁচল;০৯ নভেম্বর : রাতের আঁধারে আততাঁয়ীদের অস্ত্রাঘাতের শিকার পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার সুরতপুরে।ঘটনায় আহত চাঁচল-১ নং পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ হেলাল।
আহত অবস্থায় পরিবারের লোকেরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কর্মাধ্যক্ষ।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ।
ওই কর্মাধ্যক্ষ মোহাম্মদ হেলাল জানান,গতকাল গভীর রাতে বাড়ির বাইরে শৌচকর্ম করতে বেরিয়েছিলাম।অন্ধকারের হঠাৎ দুজন দুস্কৃতি আমার উপর ঝাঁপিয়ে পড়ে।এবং ছুরি দিয়ে পেটে আঘাত করে।আমার চিৎকারে বাড়ির লোকেরা ছুটে আসলে ততক্ষনে চম্পট দেয় দুস্কৃতিরা।তাদের শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।তবে কারা কেন এই হামলা চালালো তা নিয়ে ধন্দে রয়েছেন কর্মাধ্যক্ষ মোহাম্মদ হেলাল।