ফেক একাউন্ট বানিয়ে অর্থ সাহায্য চাওয়ার ঘটনায় চাঞ্চল্য ইসলামপুর মহকুমা জুড়ে

ইসলামপুর: ইসলামপুরের মহকুমাশাসক সপ্তর্ষি নাগের , ফেসবুক একাউন্টের অবিকল ফেক ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে , বহু ব্যক্তির কাছে , অর্থ সাহায্য চাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে ।

    মঙ্গলবার ইসলামপুরের জাবেদ রেজা এক যুবক ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধুত্ব গ্রহণের (friend request ) অনুরোধ আসে | এরপর এই জাবেদ রেজা গ্রহণ করেন ( request accept ) সেই সময়ই তার সঙ্গে মেসেঞ্জারে কথা শুরু হয় । কিছুক্ষণ বার্তা আলাপ এর পরেই ওই ফেক অ্যাকাউন্টধারী জানান তার বন্ধু দুর্ঘটনায় পড়েছে চিকিৎসার জন্য তৎক্ষণাৎ তার টাকার প্রয়োজন কারণ তার ব্যক্তিগত অ্যাকাউন্ট এ পর্যাপ্ত টাকা ছিল না । এর পরেই জাবেদ রেজা অ্যাকাউন্টটি ফেক সে বিষয়ে নিশ্চিত হয়ে যান এবং তিনি বাহানা করে ওই ব্যক্তিকে টাকা পাঠানো থেকে বিরত থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় সমস্ত ঘটনা তুলে ধরেন । এই ঘটনার জেরে চাঞ্চল্য শুরু হয় ইসলামপুর মহকুমা জুড়ে। কিভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না কেউই।তবে সাধারণ মানুষের কথায় মহকুমাশাসকের সাথেই যদি এই ঘটনা ঘটে তবে তাদের বেলায় কি হতে পারে।