|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের অভিযোগে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেপ্তার দুই মার্কিন নাগরিক। ধৃত দুই মার্কিন নাগরিকের নাম কপিল অধিকারী ও ভবানী প্রসাদ সুবেদি।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি দিয়ে ভারত থেকে নেপালে প্রবেশের সময় সীমান্তে প্রহরারত এসএসবি জওয়ানরা তাদের আটক করে। এসএসবি অফিসার পরিচয়পত্র দেখতে চাইলে তারা আমেরিকার পাসপোর্ট সহ নেপালের ভিসা দেখায়। তাদের কাছে ভারতের কোন ভিসা পাওয়া যায়নি।
এসএসবি সূত্রে জানা যায়, ওই দুই মার্কিন নাগরিক টুরিস্ট ভিসা নিয়ে গত ৯ ডিসেম্বর আমেরিকা থেকে নেপালে আসে। পরে ১৭ডিসেম্বর উভয়ে ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে এবং দার্জিলিং ঘুরতে যান তারা। দার্জিলিংসহ পার্শবর্তী এলাকা ভ্রমণের পর রবিবার সন্ধ্যায় পানিট্যাঙ্কি দিয়ে নেপালে প্রবেশের সময় এসএসবি জওয়ানরা ওই দুই মার্কিন নাগরিককে আটক করে। রবিবার রাতে তাদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠান হয়েছে।