|
---|
শিলিগুড়ি: হরিয়ানা তে নিজের প্রেমিকাকে খুন করে শিলিগুড়িতে আস্তানা নিয়েছিল দক্ষিণ দিনাজপুরের বংশিহারি ব্লকের বাসিন্দা সফিকুল ইসলাম। বয়স ৩৭ বছর বলে জানা গিয়েছে । অবশেষে পুলিশের জালে ধরা পরল সে, তাকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
কর্মসূত্রে সে হরিয়ানায় থাকতো। সেখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করতো। একটি পরিবারের সঙ্গে সে থাকত। ওই পরিবারের একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তবে ওই যুবতীটি জানতো না সে বিবাহিত। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে জানা গিয়েছে। এরপর সফিকুল যুবতীকে বিবাহের প্রস্তাব দেয়। সফিকুল বিবাহিত এই কথাটি জানার পর যুবতীটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর সে শ্বাসরোধ করে যুবতীটি কে খুন করে শিলিগুড়িতে চলে আসে। শিলিগুড়ির ফুলবাড়ীতে আস্তানা নেয়। তার পরিকল্পনা ছিল বাংলাদেশে পালিয়ে যাবে। কিন্তু তার আগেই সে পুলিশের জালে ধরা পড়লো।
তার মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পারে , সে ফুলবাড়ির বাংলাবান্ধায় বসবাস করছে । এরপর হরিয়ানার পুলিশ শিলিগুড়ি এনজিপি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। শিলিগুড়ি এনজিপি পুলিশের সহযোগিতায় ওই যুবককে সোমবার গ্রেফতার করা হয়।