জাকির হোসেনের কনভয়ে ঢুকে পাইলট গাড়িতে ধাক্কাঅল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী

রহমতুল্লাহ, মুর্শিদাবাদে : ফের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নিরাপত্তায় বড়সড় গলদ? ২৫ শে জানুয়ারি মঙ্গলবার দুপুর নাগাদ উমরপুর তালাই মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে জাকির হোসেনের কনভয়ে ঢুকে পাইলট গাড়িতে ধাক্কা মারলো একটি পিক-আপ গাড়ী। ঘটনাস্থলে অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা স্থলে প্রাক্তন মন্ত্রী বলেন আমাদের তিনজন পুলিশ আহত হয়েছে সকলকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান গত এক বছর আগে নিমতিতা স্টেশনে ভয়াবহ বোমা হামলায় আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনার কোনো তদন্ত করা হয়নি আজ পর্যন্ত, আজ আবারও বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম। কেন বারবার এরকম দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে আমাকে, এজন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান তিনি তার এই পরপর দুর্ঘটনা কেন হচ্ছে তার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক।