|
---|
মালদা, ১নভেম্বর: মালদহের তুলসিহাটা নতুন থানা নির্মাণের উদ্দেশ্যে এদিন জমি পরিদর্শন করলেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাহা। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস। তুলসিহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা, জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী প্রমূখ। স্থানীয় সূত্রে খবর এদিন তুলসিহাটা এলাকায় দুটি সরকারি জমি পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। বছর দুয়েক আগে জেলা পুলিশ প্রশাসন নতুন করে পাঁচ টা থানা নির্মাণ করার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকারকে। এর মধ্যে হরিশ্চন্দ্রপুর থানা ভেঙে তুলসিহাটা এবং ভালুকা থানা নির্মাণের প্রস্তাব রাখা হয়েছিল। গাজোল, হরিশ্চন্দ্রপুর, কালিয়াচক ও চাঁচল এই চারটি থানাকে ভেঙে নতুন পাঁচটি থানা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরমধ্যে হরিশ্চন্দ্রপুর থানা ভেঙে তুলসিহাটা ও ভালুকা তে নতুন থানা করার প্রস্তাব দেওয়া হয়েছিল জেলা পুলিশ প্রশাসনের তরফে।
পুলিশ প্রশাসন সূত্রে খবর থানা কোথায় হবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এলাকার সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখার জন্য জমি পরিদর্শন চলছে।
এ প্রসঙ্গে তুলসিহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা জানান হরিশ্চন্দ্রপুর থানাকে এলাকার সামলাতে হয়। হরিশ্চন্দ্রপুরে তুলসিহাটা থানা নির্মাণ হলে এলাকা পরিচালনায় জেলা প্রশাসনের সুবিধা হবে। সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। আমরা এই নিয়ে ২০১৭ সাল থেকে পুলিশ প্রশাসন সহ রাজ্যকে বারবার আবেদন করেছি। তুলসীহাট্টা বর্তমানে একটি আউটপোস্ট রয়েছে। এখানে থানা হলে হরিশ্চন্দ্রপুরের সীমান্তবর্তী বিহার রাজ্য সংলগ্ন এলাকা গুলি প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে জেলা পুলিশের আরো সুবিধা হবে।