শ্যামা পূজার প্রাক্কালে বৃজি বেলতলা শ্যামা পূ জা কমিটির পরিচালনায় স্বাস্থ্য সচেতনতা শিবির

নতুন গতি প্রতিবেদক : আজ ২৩শে অক্টোবর, সকাল ১০টা থেকে গড়িয়ার, বেলতলা মোড়ে “বৃজি বেলতলা শ্যামা পুজা কমিটি” র উদ্যোগে বিনা ব্যায়ে এক “স্বাস্থ্য সচেতনতা শিবির” এর আয়োজন করা হয়।এদিন শিবিরে ব্ল্যাড পেসার ও সুগার টেস্ট, জেনারেল মেডিসিন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুদের স্বাস্থ্য বিশেষজ্ঞ, চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় এর সঙ্গে সঙ্গে ঔষধ প্রোদান করা হয়,
“ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান মাদার এন্ড চাইল্ড” সংস্থার সহযোগিতায়। উক্ত শিবিরে প্রায় শতাধিক প্রয়োজনীয় মানুষ পরিষেবা গ্রহণ করেন।

    উদ্যোগক্তাদের তরফে আইনজীবী দীপঙ্কর চক্রবর্তী বলেন, বৃজি বেলতলা শ্যামা পুজা কমিটি, দীর্ঘ দিন যাবত সমস্ত সমাজ সচেতনতা মূলক কাজে অগ্রনী ভূমিকা নিয়েছে। এতত অনচলের দুঃস্থ মানুষ দের উদ্দেশ্যে আজ এই শিবির। যাদের কাছে চিকিৎসা বিষয়টি খুবই দুর্বিসহ। দিন আনে দিন খাওয় মানুষজন। অনেকেই উপকৃত হবে বলে আমরা আশাবাদী।

    তিনি আরও বলেন, এই উৎসব মুখরিত দিনে, ফিতে কেটে প্যান্ডেল উদ্বোধন করার থেকেও সবচেয়ে বড় উৎসব রক্তদান উৎসব, সব থেকে বড় ভূমিকা কিন্তু স্বাস্থ্য সচেতনতার। আমাদের স্বাস্থ্য যদি সুস্থ থাকে আমরা যদি ভালো থাকি তবেইতো আমরা একে অপরের প্রয়োজনে পাশে থাকতে পারবো। উৎসব মুখরিত দিনে এমনি বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।