“ক্রীড়াবিদদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে চিন”: অনুরাগ ঠাকুর

দেবজিৎ মুখার্জি: ভারতীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে চিন। অলিম্পিক সনদ মেনে চলে না তারা। এশিয়ান গেমসে অরুণাচল প্রদেশের তিন খেলোয়াড়কে ভিসা না দেওয়া নিয়ে এইভাবেই তোপ দাগলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রসঙ্গত, এই আচরণের তীব্র বিরোধিতা করে চিন সফর বাতিলও করেছেন তিনি। ইতিমধ্যেই এই প্রসঙ্গ নিয়ে পালটা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

    তিনি বলেন, “আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি চিনে যাইনি। কারণ দেশের ক্রীড়াবিদদের পাশে থাকতে চাই আমি। ভারতীয় ক্রীড়াবিদদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে চিন। অলিম্পিক সনদ মেনে চলে না তারা। এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।”