কাবিলপুরের বেহাল রাস্তা পুনঃনির্মাণের দাবিতে অবরোধ ও শান্তিপূর্ণ মিছিল

সামিম হোসেন,সাগরদিঘি : মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের কাবিলপুরের বেহাল রাস্তা পুনঃনির্মাণের দাবিতে অবরোধ ও শান্তিপূর্ণ মিছিল বের হয় সোমবার। রাস্তা পুন:নির্মাণের দাবিতে কাবিলপুর পঞ্চায়েত অফিস পর্যন্ত মিছিলে পা মেলান এলাকাবাসীরা।কাবিলপুর নাগরিক মঞ্চের উদ্যোগে এদিনের কর্মসূচি গ্রহণ করা হয়।নিত্য যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। কাবিলপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট নাগরিক সাহিন হোসেন জানান, বালিয়া হাই স্কুল থেকে অমৃতপুর ডুগরীপাড়া পর্যন্ত প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা সম্পূর্ণটায় চলাচলের অযোগ্য । কাবিলপুরের এই রাস্তাটিকে অবিলম্বে পুন:নির্মাণের দাবি জানান তিনি। খুব দ্রুত বিধায়ক,সাংসদ,পঞ্চায়েত সমিতি,জেলা পরিষদের সভাধিপতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আবেদন জানানো হবে বলে জানান। অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রাস্তার দু’ধারে। ফলে ঝুঁকিপূর্ণভাবে স্কুলে যেতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। নিত্যযাত্রী থেকে ছাত্র-ছাত্রীদের অবিলম্বে এ ভোগান্তি থেকে মুক্তির দাবি তোলেন মাহফুজুর রহমান,শহিদুল্লাহ প্রমুখরা। সম্পূর্ণ রাস্তাটি পুনঃনির্মাণের পাশাপাশি পি ডব্লিউ ডি’র অন্তর্ভুক্তকরণ এবং জল নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেনের ব্যবস্থার জোরালো দাবি ওঠে এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে।রাস্তাটি পুনঃনির্মিত হলে কাশিয়াডাঙ্গা,তেঘরীপাড়া,চর কাবিলপুর, সাহেবনগর, বটতলা রনজিতপুর, মথুরাপুর, অমৃতপুর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সুবিধে হবে।

    (ছবি -রবিউল ইসলাম)