|
---|
দেবজিৎ মুখার্জি: “জাগ্রত হোক বিবেক” মাসখানেক আগে উত্তরপ্রদেশে এক মুসলিম পড়ুয়াকে নামতা না বলতে পারায় হেনস্তার ঘটনায় জানালো সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের তরফে বলা হয়, যেভাবে এই ঘটনা ঘটেছে তারপর রাজ্যের চেতনাকেই ঝাঁকুনি দেওয়া উচিত। যে স্কুলে ধর্মের কারণে পড়ুয়াকে হেনস্তা করা হয় সেখানে শিক্ষা দেওয়া একেবারেই সম্ভব নয়। ঘটনার তদন্তের পাশাপাশি নিগৃহীত পড়ুয়াকে যথাযথ কাউন্সেলিং করানোর নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে।