|
---|
মোঃ রিপন , বীরভূম
সামনে লোকসভা নির্বাচন, যে কোন মুহূর্তে বাংলার বুকে দাঙ্গা বাধাতে সদাহস্ত বিজেপি পরিচালিত বিভিন্ন সংগঠন গুলি তাদের ভুল বার্তা মানুষকে বিব্রত করে তুলছে | তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার বার্তা দিলেন বীরভূম জেলা আইটি সেল| মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে অঙ্গীকার বদ্ধ হল মুরারযই এর যুব সম্প্রদায় | তৃণমূল কংগ্রেসের হয়ে সব রকম প্রচার করতে সোস্যাল মিডিয়া কে কাজে লাগাতে তৎপর তৃণমূল কংগ্রেস। যারা ফেসবুক, ট্যুইটার, ওয়াটসঅ্যাপ- এসবে সময় কাটান তাদের নিয়ে জেলা জুড়ে টিম তৈরী করছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ৷ ৪ঠা মার্চ সকাল ১১ টা হতে মুরারই কবি নজরুল কলেজ-এ মুরারই তৃণমূল কংগ্রেস আই.টি সেলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়৷এই সভায় ১২ জনের কোর কমিটি করে নাম প্রকাশ করে মুরারই-১ ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ..সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক আব্দুর রহমান, মুরারই-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম সহ জেলা ও ব্লক নেতারা।