|
---|
সেখ আজফার হোসেন, খন্শ্রের পুলওয়ামায় মৃত জোয়ানদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাতে সংখ্যা লঘু সংগঠনের পক্ষ থেকে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়। রবিবার খন্ডঘোষ হাসপাতাল মোড় থেকে থানা মোড় পর্যন্ত এই মৌন মিছিলে পা মেলান খন্ডঘোসের বিধায়ক নবিন চন্দ্র বাগ। এছাড়াও উপস্থিত ছিলেন. খন্ডঘোষ ব্লকের ইমাম – মোয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষক , ছাত্র সহ এলাকার সংখ্যা লঘু সাধারণ মানুষ। এদিন মৃত জোয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন প্রাক্তন সেনা কর্মী মৌলানা ইউনাস, বিশিষ্ট সমাজসেবী ও বারিশালী মসজিদের ইমাম হাফেজ ওয়াজেদ আলী প্রমুখ বিশিষ্ট জন। প্রত্যেকেই তাদের বক্তব্যে সেনা জোয়ানদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং দেশের অখন্ডতা রক্ষায় তাদের আত্ম বলিদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।