|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ওয়াইসি বলেছেন, ‘‘ভারতীয় মুসলিমদের নিয়ে ইসলামাবাদকে ভাবতে হবে না। কারণ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাকে অস্বীকার করেই এই মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতের নাগরিকত্বই বেছে নিয়েছেন। তাঁরা পাকিস্তানে যাননি।
কট্টর সন্ত্রাসবাদী মাসুদ আজহারকে কোনও মৌলানা ভাবার দরকার নেই। উনি এক জন শয়তান। মুম্বইয়ের এক জনসভায় রবিবার এ কথা বলেছেন এআইএমআইএম দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। পুলওয়ামা কাণ্ডেরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া সমালোচনা করেও এ দিন ওয়াইসি বলেন, ‘‘পাকিস্তানের মনে রাখা উচিত, কোনও ঘটনা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ালে আমরা সব ভারতীয়ই একজোট হয়ে যাব।
পুলওয়ামার ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপের পরেও অবশ্য মোদী সরকারকে বিঁধতে দ্বিধা করেননি ওয়াইসি। বলেছেন, ‘‘পুলওয়ামা কাণ্ডের জন্য মোদী সরকারের রাজনৈতিক, প্রশাসনিক ও গোয়েন্দা ব্যর্থতাই দায়ী।’’