ময়ূরেশ্বর এক নম্বর ব্লক কংগ্রেস এবং ময়ূরেশ্বর এক নম্বর ব্লক কিষান কংগ্রেসের পক্ষ থেকে কিষান মান্ডিতে স্মারকলিপি প্রদান

নতুন গতি ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের তৈরী করা নুন্যতম সহায়ক মূল্য বর্তমানে ১৮৬৮ টাকা প্রতি কুইন্টাল দরে ধান চাষীদের কাছ থেকে কেনার ব্যবস্থা যদি বাংলার সরকার সুনিশ্চিত না করে তাহলে জাতীয় কংগ্রেস আগামীদিনে রাজ্য জুড়ে কৃষক স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামবে। লকডাউন আক্রান্ত কৃষক সাহায্য পাওয়ার বদলে বারবার প্রতারিত ও শোষিত হচ্ছে এ রাজ্যে, মুখ্যমন্ত্রি জনসমক্ষে কৃষকদের পক্ষ সমর্থনের কথা বললেও আসলে কৃষকদের কোনঠাসা করা হচ্ছে এরাজ্যে। ১) আমরা জানতে চাই, পশ্চিমবঙ্গ সরকারের এই দ্বিচারিতা কেন ? ২) আমরা আমাদের দল হতে দাবী করছি যে অবিলম্বে কিষান মান্ডিগুলিতে বাংলার সকল চাষীদের জন্য নির্ধারিত নুন্যতম সহায়ক মূল্য (১৮৬৮ টাকা) ধান বিক্রির সরল ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। ৩) তোলাবাজ এবং দালাল সিন্ডিকেটের কোপে আজ বাংলার গরীব চাষী, যার ফলসরুপ বহু ঋনে জর্জরিত চাষি আত্মহত্যা করেছে এ বাংলায়।

    কৃষকদের বাধ্য করা হচ্ছে অনেক কম দামে মান্ডির বাইরে খোলা বাজারে ধান বিক্রি করতে। সমস্ত কৃষকের ধান সরকারি দাম ১৮৬৮ টাকা প্রতি কুইন্টাল দরে কিষান মান্ডিগুলিকে কিনতে হবে এই দাবীর ভিত্তিতে আজ সারা জেলার সঙ্গে ময়ূরেশ্বর -১ নং ব্লক কংগ্রেস এবং ময়ূরেশ্বর -১ নং ব্লক কিষান কংগ্রেসের পক্ষ থেকে ময়ূরেশ্বর ১ নং ব্লক কিষান মান্ডিতে স্মারকলিপি প্রদান করা হলো, জেলা কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত থেকে বক্তব্য রাখলেন এবং স্মারকলিপি প্রদান করলেন জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি সৈয়দ_কাসাফদ্দোজা।