পূর্ব বর্ধমানের রায়ান গ্ৰামে দক্ষিণেশ্বর শিব মন্দির পক্ষ থেকে শিবরাত্রি পূজো

রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের রায়ান গ্ৰামে রয়েছে দক্ষিণেশ্বর আদলে শিব মন্দির। গ্ৰামবাসীদের কাছ থেকে শোনা যায় এই শিব মন্দির প্রায় ৩০০ বছরের আগে পুরানো। দক্ষিণেশ্বর শিব মন্দির পক্ষ থেকে শিবরাত্রি পূজো অনুষ্ঠিত হচ্ছে রায়েন গ্রামের। রায়ান গ্ৰামে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে তারা শিবের মাথায় জল ঢালা থেকে শুরু করে পূজা দিচ্ছেন এবং আগামীকাল নরনারায়ন সেবা হবে প্রায় ১০ হাজার মানুষ এই নরনারায়ন সেবাতে অংশগ্রহণ করবেন, গতকাল থেকেই শুরু হয়েছে অখণ্ড হরিনাম উৎসব। এই উপলক্ষে একটিছোট মেলা বসেছে এই শিব মন্দির প্রাঙ্গনের কাছে। শিবরাত্রি পূজা উপলক্ষে রায়ান গ্ৰামের মানুষজন আনন্দ উৎসব মেতে ওঠেন।