|
---|
নিজস্ব প্রতিবেদক:- গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এরপর থেকে রাশিয়ার সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে ক্রমাগত বোমাবর্ষণ করে চলেছে। রাশিয়ার সেনাদের উদ্দেশ্য ইউক্রেনের রাজধানী কিয়েভে দখল করা। সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে। ইউক্রেনের আকাশে বাতাসে ভেসে আসছে বারুদের ধোয়া। কান পাতলেই শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত রাশিয়ার সেনাদের আক্রমণে মোট 197 জন মানুষের মৃত্যু হয়েছে। রাশিয়া থেকে দাবি করা হয়েছে তারা ইউক্রেনের বিমান ঘাঁটি ভেঙে দিয়েছে, ইউক্রেনের এয়ারবেস ধ্বংস করে দিয়েছে।তবে পাল্টা উত্তর দিচ্ছে ইউক্রেন। ইউক্রেন সেনার তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত তারা 3500 রাশিয়ান সৈন্য খতম করেছে। ধ্বংস করে দিয়েছে রাশিয়া কিছু ট্যাংক, হেলিকপ্টার , মিসাইল। ইউক্রেনের চারিদিকে ধ্বংসলীলা চালাচ্ছে রাশিয়ান সৈন্যরা। ইতিমধ্যেই ফ্রান্স ইউক্রেনকে অস্ত্রশস্ত্র পাঠিয়ে সাহায্য করার কথা জানিয়েছে। আমেরিকা ইউক্রেনকে 600 মার্কিন ডলার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। ইউক্রেনে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রাশিয়ার সেনার আক্রমণে ইউক্রেনের যতজন মারা গিয়েছেন তার মধ্যে কয়েকজন শিশু রয়েছে।