|
---|
দেবজিৎ মুখার্জি, হাওড়া: ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সমস্যা মিটলো ইস্টবেঙ্গলের আইএসএল খেলার। শ্রী সিমেন্টের পর এবার নতুন ইমামির সঙ্গে গাঁটছড়া বাঁধছে লাল-হলুদ।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “আইএসএল খেলার যে সমস্যা ছিল, সেটার সমাধান হয়ে গেল। ইমামি এবং ইস্টবেঙ্গল- দু’জনের নামের শুরুতেই ই রয়েছে। তাই আশা করব, এ বার আইএসএলে তারা ডাবল সাফল্য পাবে।” এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান লাল-হলুদের প্রধান কর্তা দেবব্রত সরকার।