পাঁচটির বেশি গ্রামের কুকুর মেরে ফেলার অভিযোগে জাহাঙ্গীর মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক:- গোপালনগর (Gopalnagar) থানা এলাকার  গঙ্গানন্দপুরের (Ganganandapur) পাঁচটির বেশি গ্রামের কুকুর মেরে ফেলার অভিযোগে জাহাঙ্গীর মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। গোপাল নগর (Gopalnagar) থানার পাঁচপোতা গাঁধীর মোড় গ্রামের ঘটনা। সোমবার সন্ধেয় গ্রামের আট থেকে দশটি কুকুর (Dog) নিখোঁজ হয়ে যায়। এক কৃষকের বাড়ির মধ্যে কয়েকটি কুকুর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন স্থানীয় জাহাঙ্গীরের রজনীগন্ধা খেত কুকুর নষ্ট করছিল এই অভিযোগে কীটনাশক খাইয়ে দিয়েছিল কুকুরগুলিকে। বাসিন্দারা পুলিশকে ঘটনার কথা জানালে জাহাঙ্গীর মণ্ডলকে আটক করেছে গোপালনগর থানার পুলিশ।বেশ কিছুদিন ধরেই কুকুরগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে সবাই অবাক হয়ে গিয়েছিল। কিন্তু এরপরই এক কৃষকের বাড়িতে সেই কুকুরগুলোর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতেই নিজের কু কাজের কথা স্বীকার করে নেন জাহাঙ্গীর। তিনি রেগে গিয়েই এই কাজ করেছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর। আপাতত পুলিশি হেফাজতেই রয়েছেন অভিযুক্ত।এদিকে বনগাঁয় কিছুদিন আগেই খুন হতে হয়েছিল এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম গৌড় দত্ত। বয়স ৫২ বছর। বনগাঁ পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের চামড়াপট্টি এলাকার বাসিন্দা গৌড়। ট্রাক চালিয়ে সংসার চালাতেন তিনি । সেই মতো পেট্রোপল বন্দর হয়ে বুধবার বাংলাদেশে মালপত্র সরবরাহ করতে গিয়েছিলেন।  ফিরে এসে তিনি খুন হন বলে অভিযোগ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে গৌড়কে কয়েকটি সোনার বিস্কিট দেন এক ব্যক্তি। সীমান্ত পেরিয়ে ফিরে আসার সময় বাংলাদেশ সীমান্তে মোতায়েন, সে দেশের জওয়ানদের কাছে কাছে ধরা পড়ে যান তিনি। বাংলাদেশ বর্ডার গার্ডরা গৌড়ের কাছ থেকে সোনার বিস্কিটগুলি কেড়ে নেন বলে জানা গিয়েছে। গৌড় সোনা পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে মেনেছেন তাঁর পরিবারের লোকজন। তাঁরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে বাড়ি ফিরেছিলেন গৌড়। এর পরই কয়েক জন বাড়িতে এসে হাজির হন। গৌড়ের ট্রাকের তল্লাশি নেবেন বলে জানান তাঁরা। তাঁরা গৌড়কে তুলে নিয়ে যান বলে অভিযোগ।