সম্প্রীতির নজির দেখা মিলছে পশ্চিমবঙ্গে

বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা :


    গতকাল পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্মাবলম্বীদের খুশির ঈদ-ঈদ উল ফিতর উদযাপিত হয়। আর এই ঈদুল ফিতর উদযাপন কে কুর্নিশ জানালেন বিভিন্ন ধর্মাম্বলীরা সোশ্যাল সাইটে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় তারা শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অপর দিকে পশ্চিমবঙ্গের প্রশাসনের আধিকারিকদের বিভিন্ন মসজিদ, ঈদগাহ,উক্তিয়ার কর্মকর্তাদের সাথে দেখা মিলছে ।

    বিশেষত সরকারি নির্দেশিকা কে মানতা দেওয়ার জন্য। প্রশাসনের নির্দেশ কে মান্যতা দিয়ে ৫০ এর অধিক মানুষ জমায়েত না হয়ে,মাক্স ও সোশ্যাল ডিসটেন্স সহ সরকারি নির্দেশনামা কে কুর্নিশ জানানোর জন্য । আজকের এই আনন্দময় দিনের ভালোবাসার জোয়ারে।ভালোবাসার এই জোয়ারে দেখা গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিধায়করা শুভেচ্ছা বার্তা দিয়েছেন। রোজার শেষে ঈদের আগে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা এবং মাইকিং এর মাধ্যমে বিভিন্ন স্থানে প্রচার সেরেছেন । যেখানে বলা হয়েছিল সোশ্যাল ডিসটেন্স মাক্স ব্যবহার করার কথা- নামাজ পড়ার কথা জানানো হয়েছে। আর সেই বিষয়ে কে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা মার্নতা দিয়েছেন।