পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির আর্থিক সহযোগিতায় অক্সিজেন পরিষেবা চালুর উদ্বোধন

সেখ সামসুদ্দিন : করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের অসুস্থ ব্যক্তিদের অক্সিজেন ঘাটতি মেটাতে অক্সিজেন ব্যাংক তৈরি করা হল। শুক্রবার রাতে উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক জনসেবা কেন্দ্রে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার উদ্বোধন করেন। পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানান সমিতির আর্থিক সহযোগিতায় অক্সিজেন ব্যাঙ্ক ও বিনামূল্যে পরিষেবা চালু থাকবে। ১৫ টি অক্সিজেন সিলিন্ডার শুভ উদ্বোধন করা হয় এদিন। আগামী কিছুদিনের মধ্যেই আরও ১০ টি অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করা হবে। বিধায়ক নিশীথ কুমার মালিক পল্লীমঙ্গল সমিতির উদ্যোগকে সাধুবাদ জানান। এলাকার মানুষের অক্সিজেন ঘাটতি মেটাতে অক্সিজেন ব্যাঙ্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। হাটগোবিন্দপুর এ্যাম্বুলেন্স পরিষেবা সব সময়ের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা থাকবে। করোনা সংক্রমণ রুখতে মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করেন। এর আগেই ১০টি সিলেন্ডার বর্ধমান দক্ষিণে পরিষেবা দিচ্ছে পল্লী মঙ্গল সমিতির পক্ষ হতে।