|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত মৌদী মিলন সংঘের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্রণোদিত বাংলার মেলা “বাংলা মোদের গর্ব”। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্তিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি সহ বিভিন্ন বিশিষ্ট জনের মাঝে উজ্জ্বল উপস্থিতি মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা,জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি,কুল্পি বিধায়ক যোগরঞ্জন হালদার সহ আরও অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।