|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- দঃ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত কামারপোল প্রাথমিক বিদ্যালয়ের মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গীয় সাহিত্য উৎসব ২০২৩। সৃষ্টিসুখ ও প্রবাহ এই দুটি সংগঠনের উদ্যোগে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
কবিতা পাঠে ও আলোচনায় অংশ নেন কবি প্রণব কুমার পাল, কবি বীরেন্দ্র কয়াল,কবি শ্রীমন্ত কুমার মন্ডল, ছড়াকার রিয়াদ হায়দার, ছড়াকার সুমন নস্কর, কবি অমলেন্দু বিকাশ দাস, কবি গৌতম মন্ডল,কবি আফ্রুজা খাতুন, কবি গৌতম হালদার, কবি রবীন্দ্রনাথ মন্ডল, কবি সন্দীপ গায়েন, কবি শামসাদ বেগম,কবি রত্নাকর মন্ডল, কবি অমরেন্দ্র কালাপাহাড়, সংগঠন সাইফুদ্দিন আহমেদ সহ বহু গুনীজন। সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী জয়দেব দাস ও দিবাকর হালদার।
অনুষ্ঠানে সকল কবিকে মেমেন্টো ও মানপত্র দিয়ে বাংলার মুখ সম্মাননায় সম্মানিত করা হয়,এতে খুশি সকল কবি।