বারুইপুর প্রেসক্লাবের উদ্যোগে জয়নগরে অনুষ্ঠিত হল মোয়া উৎসব ২০২৪

হাসান লস্কর, জয়নগর: শনিবার সন্ধ্যায় মোয়া উৎসবের সূচনা হয়েছিলো। দক্ষিন চব্বিশ পরগনার জয়নগর ১ ব্লকের দক্ষিন বারাসাত শিবদাস আচার্য্য স্কুল প্রাঙ্গনে, এই মোয়া উৎসবের সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক অলোক জলদাদা,বারুইপুর পশ্চিমের বিধায়ক বিভাস সরদার মগরাহাটের বিধায়িকা নমিতা সাহা, জয়নগর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, জয়নগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি, রুপা সরদার জয়নগর ১ নং

    বিডিও পূর্ণেন্দু সান্যাল জয়নগর আই সি পার্থ প্রতিম পাল, বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতিশ বিশ্বাস অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নানা স্বাদের নানা ধরনের জয়নগরের মোয়া, নলেন গুড় থেকে শুরু করে পাটালির সম্ভার ও নানা ধরনের শীতকালীন মিষ্টির সম্ভার রয়েছে এই মোয়া উৎসবে। বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। জয়নগরের ঐতিহ্যমন্ডিত একাধিক মোয়া ব্যবসায়ী পসরা সাজিয়ে বসে, মা দুর্গা মিষ্টান্ন ভান্ডার, মা মঙ্গলচন্ডী মিষ্টান্ন ভান্ডার, আপ্যায়ন সুইটস বিনাপানি মিষ্টান্ন ভান্ডার রাই সুইটস বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। লোকনাথ মিষ্টান্ন ভান্ডার শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। এছাড়া একাধিক বিশিষ্ট গুণীজনেদেরকে এই মঞ্চ থেকে সম্মানিত করা হয়।