|
---|
হাসান লস্কর : বিশ্ব থেকে কুষ্ঠ নির্মূল করতে পালিত হলো আন্তর্জাতিক কুষ্ঠ দিবস | কুষ্ঠ রোগ কোন ছোঁয়াচে তো নয়ই নয়, কোন মারণ ব্যাধিও নয়, এমন কি কুষ্ঠ রোগ কোন অভিশাপও নয়। সেবা শুশ্রুষা এবং বিভাগীয় সুচিকিৎসার মাধ্যমে কুষ্ঠ রোগ নির্মূল করা সম্ভব। তারই লক্ষ্যে কুষ্ঠ রোগ দিবসে সাধারণ মানুষদেরকে জানাতে এমনই বর্ণাঢ্য র্যালি। এমন মহতী অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল কলকাতা পুলিশের একাধিক ইলেক্টরসকে।মানিকতলার প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের উদ্যেগে অনুষ্ঠিত হয় এই কর্মযজ্ঞ ।
সাধারণ মানুষকে সচেতন করতে প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি মিশন মানিকতলা হাসপাতাল থেকে রাজাবাজার, রাজা ধীরেন্দ্রস্ট্রিট, বিবেকানন্দ রোড, মানিকতলা মেনরোড হয়ে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে একাধিক এলাকা প্রদক্ষিণ করে। এই র্যালিতে দেখা গেল একাধিক পুলিশকর্মীদের সাথে হাসপাতালের রোগী থেকে ডাক্তারসহ বিশিষ্ট গুণীজনের উপস্থিতি । এছাড়া বহু স্কুল পড়ুয়ারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিগত ১৫০ বছর যাবৎ প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি মিশন কুষ্ঠ রোগ নির্মূল করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে | এই প্রতিষ্ঠানের কর্ণধার মাননীয় মার্ক মলয় আমরোজ কয়েক হাজার রোগীদের নিরলস পরিষেবা দিয়ে যাচ্ছেন । ডাক্তার ওভ্রিয়া দের কথায় দীর্ঘদিন ধরে একাধিক সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনিও । দুঃস্থদের সহায়তায় এগিয়ে কীত্তি মোদি এমনই পিছিয়ে পড়া সমাজের মানুষদেরকে মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এই কাজ করে যাচ্ছেন এবং অঙ্গীকার করেছেন তিনি আজীবন এমন কাজই করবেন মানিকতলা কুষ্ঠ হাসপাতালে আসা রোগীদের কথায় আমাদের পরিবার মেনে নিতে পারেনি আমাদের। পরিবারের সদস্যরা অচ্যুত ভেবে আমাদের মুখের দিকে না তাকালেও আজ আমরা এই হাসপাতালে এসে স্বয়ং ঈশ্বরকে না দেখতে পেলেও আমরা সম্মুখে দেখতে পাচ্ছি ঈশ্বর রূপী ডাক্তারবাবুকে | এখানে ডাক্তারবাবুরা থেকে শুরু করে প্রতিটি স্বাস্থ্যকর্মীরাও নিজেদের পরিবারের লোকের মতো করে আমাদের স্নেহ-ভালোবাসা দিচ্ছেন। এর থেকে বেশি পাওয়ার আর আমাদের কিছু নেই।