|
---|
বাবলু হাসান লস্কর, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা : বাঙালির ৩৩ কোটি দেবতা প্রতি মাসে বিভিন্ন ধরনের পূজা হয়ে থাকে, কিন্তু সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় মনসা পূজা মানুষকে পূজার আনন্দে মাতিয়ে তোলে, দক্ষিণ ২৪ পরগনা জেলার অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের কেপ্লট পশ্চিম শ্রীতিনগর মা মনসা যুব সংঘের ব্যবস্থাপনায় সপ্তাহ ব্যাপী শ্রী শ্রী মনসা মায়ের পূজায় বিভিন্ন অনুষ্ঠান দিয়ে শুরু হলো কুড়ি তম বছরে। সকালে কয়েক হাজার মহিলা ও পুরুষের বাজনার তালে তালে নৃত্যের মধ্য দিয়ে ঠাকুরান নদীতে ঘটোত্তোলন বিশেষভাবে নজর কাড়ে। সাত দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে রক্তদান শিবির।১০০% বিশেষ চাহিদা সম্পন্ন রবীন্দ্রনাথ কান্ডার স্বেচ্ছায় রক্ত দিয়ে রক্তদানের বিশেষ গুরুত্ব কি রয়েছে তা বুঝিয়ে দেন। এছাড়াও রয়েছে প্রশাসনের নির্দেশ মেনে উচ্চস্বরে মাইক না বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা ও বিভিন্ন খেলাধুলা। হাজার হাজার মানুষের অন্ন ভোগের ব্যবস্থা করা হয়,তবে এই অনুষ্ঠান নিয়ে সপ্তাহ ব্যাপি মজে থাকবে এলাকার মানুষ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি নারায়ণ দাস, সম্পাদক গুণাধর বর্মন, কোষাধক্ষ্য সঞ্জয় কামিলা, হিসাব রক্ষক গণেশ বর্মন এবং অন্যান্য সদস্যগন।