|
---|
উত্তর ২৪ পরগনা: রেলের জায়গা দখলকে কেন্দ্র করে বসিরহাট স্টেশন এলাকায় চললো গুলি। ঘটনায় আহত হন পাঁচ আরপিএফ কর্মী।
জানা যায়, একদল যুবক আরপিএফ বারাকের কাছে এক কনস্টেবলের উপর লাঠি, বাঁশ, রিভলবার নিয়ে চড়াও হয়। তাঁকে অন্য আরপিএফ কর্মীরা বাঁচাতে এলে তাঁরাও আক্রান্ত হন। চার রাউন্ড গুলি চালায় বসতিবাসীরা। গুলি না লাগলেও মারধরে আহত হন পাঁচজন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পর রাতে সিনিয়র কমান্ড্যান্ট-সহ আধিকারিকরা বসিরহাট যান। তাঁদের ঘিরে বসতিবাসী মহিলারা আরপিএফের অত্যাচারের অভিযোগ তোলেন। বলেন, ঘরের টালি বদল করলেও আরপিএফ টাকা দাবি করে। নানা কারণে তাঁদের ক্ষোভ বাড়ছিল। ঘটনার আগে রেলের জমিতে কাঠামো তৈরি করায় বাধা দেয় আরপিএফ।