তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরে ১৩৫৬ জনের রক্তদান 

বাবলু হাসান লস্কর :দক্ষিণ চব্বিশ পরগনা জেলার  কুলতলী বিধানসভা-তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে ও শারদীয়ার প্রাক্কালে রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবির। কলকাতার ওম নামক ব্লাড ব্যাংকের সহযোগিতায় তেরো শত ছাপান্ন জন রক্তদাতা রক্ত দান করে । কুলতলী বিধানসভার তৃণমূল কংগ্রেসের ১৩ টি অঞ্চলের মানুষজন এই জামতলায় অবস্থিত কুন্দখালি তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সম্মুখে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিশেষ করে উৎসব মুখর বাঙালির বারো মাসে তেরো পার্বণ,তার মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গা পূজার প্রাক্কালে রক্ত সংকট যাতে না সৃষ্টি হয় তারই লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের এমনই উদ্যোগ। বাঙালির সেরা উৎসবের প্রাক্কালে মানুষ যখন আনন্দে আত্মহারা আর তারই মধ্যে থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের কথা চিন্তা করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস। গাঙ্গেয় সুন্দরবন অঞ্চলের মানুষজনের কথা চিন্তা করে এই মুহূর্তের উদ্যোগ। গাঙ্গেও সুন্দরবন এলাকায় প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় লেগেই থাকে, আর তারই ক্ষত শুকাতে না শুকাতেই আবার নেমে আসে প্রাকৃতিক বিপর্যয়। তার উপর বাঘ ও কুমিরের আক্রমণে কয়েকশত মানুষজন আক্রান্ত হওয়ার পর কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের মস্তিষ্ক প্রসূত ভাবনাচিন্তা।কোনমতে উৎসবের দিনগুলিতে রক্ত সংকট যাতে না হয়, তারই জন্য কুলতলী বিধানসভার মানুষজন নিজেদের ইচ্ছায় তারা একে একে আসেন রক্ত দান করতে। সকাল সাতটা থেকে এই রক্ত দান শুরু হয়- বিকাল পর্যন্ত এই রক্তদান শিবির চলতেই থাকে।যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।