|
---|
নিজস্ব সংবাদদাতা,ডেবরা,পশ্চিম মেদিনীপুর: সোমবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার লোয়াদা গ্রাম পঞ্চায়েতের ভুঁইয়াবসান গ্রামে ডাইনি “অপবাদে” আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সনাতন মুর্মু নামে এক ব্যক্তিকে গত শনিবার ডাইনি বলে “অপবাদ” দেওয়া হয়। এর প্রতিবাদে তিনি থানায় অভিযোগ করেন গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে। এরপর স্থানীয় উপপ্রধান নিকুঞ্জ মণ্ডলের উদ্যোগে দুইপক্ষকে নিয়ে এদিন সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শুক্রবার সকালে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। উপস্থিত থাকবেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরাও। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে ভাস্করব্রত পতি, আলোক মাইতি, বিশিষ্ট নাট্যকার তাপস তরোয়াল প্রমুখ। এদিন গ্রামের আদিবাসী পরিবারের লোকজনের সঙ্গে এই বিষয়ে কথা বলেন কুইজ কেন্দ্রের প্রতিনিধিরা।তাঁরা গ্রামবাসীদের বোঝান “ডাইনি” বা “ডাইন” বলে কিছু হয় না। উল্লেখ্য দিন কয়েক আগে ঝাড়গ্রামের বিনপুর এলাকার ডাইনী অপবাদে আক্রান্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন কুইজ কেন্দ্রের প্রতিনিধিরা।