|
---|
শীতলকুচিতে ৫ জনের হত্যার প্রতিবাদে প্রতিটি বিধানসভায় ধিক্কার মিছিল কর্মসূচী
বাবলু হাসান লস্কর : শীতলকুচি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের ঘৃণ্য বক্তব্য প্রসঙ্গে এসইউসিআই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য্য এক বিবৃতিতে বলেন:-
গতকাল শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন সহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য “শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে, দুষ্টু ছেলেরা বাংলায় থাকবে না, আইন হাতে নিলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে” —- এই ধরনের ঘৃণিত, ধৃষ্টতাপূর্ণ, অমানবিক, ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গির আমরা তীব্র নিন্দা করি, ধিক্কার জানাই। এই একটি কথাতেই বিজেপির আসল চেহারা নগ্নভাবে ফুটে উঠেছে। ক্ষমতার লালসায় বিজেপির কাছে মানুষের জীবনের যে কোনো মূল্য নেই এবং ক্ষমতার জন্য মানুষ হত্যা করতে যে তারা কোনো পরোয়া করে না, দিলীপ ঘোষের ঔদ্ধত্যপূর্ণ উক্তিই তার প্রকৃষ্ট প্রমাণ। দলমত নির্বিশেষে পশ্চিমবাংলার গণতান্ত্রিক চিন্তাভাবনা ও শুভবুদ্ধি সম্পন্ন সর্বস্তরের সাধারণ মানুষকে এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানোর জন্য আহ্বান জানান অপর দিকে আজ পশ্চিমবঙ্গের ২৯৪ বিধানসভায় মমতা ব্যানার্জির নির্দেশে ধিক্কার মিছিল সংঘটিত হয় । এ ছাড়া APDR এর পক্ষ থেকে এই হত্যার তদন্ত শুরু করার জন্য জানান দেন । বামপন্থী সংগঠন এই অমানবিক বিধানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।