|
---|
জহির হোসেন মন্ডল,কলকাতা:আরও একবার দাম কমল পেট্রোল-ডিজেলের ৷ লক্ষ্মীবারে পেট্রোপণ্যের দামের পতনে দারুণ স্বস্তিতে মধ্যবিত্ত ৷ কলকাতায় লিটার পিছু পেট্রোল ১৬ পয়সা, ডিজেল সস্তা হয়েছে ৮ পয়সা করে ৷ লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৭৪.৮৮ ও ৬৮.৩২ টাকা ৷ শুধুই শহর কলকাতা নয় দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে লিটার পিছু সস্তা হয়েছে পেট্রোল-ডিজেল ৷ রাজধানিতে লিটার পিছু পেট্রোল ১৬ পয়সা ও ডিজেল ১০ পয়সা দাম কমেছে ৷