|
---|
মহ: মুস্তাকিম মন্ডল :
“”আপন মরণে শহীদ স্মরণে
রক্ত ঋণ শোধ করো
শহীদের রক্ত
হবে নাকো ব্যর্থ।
“”এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ স্মরণের প্রচারে দেওয়াল লিখন সম্পন্ন করা হলো মান্দাড়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে।
ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুথ নম্বর -২৫৪ এর তৃণমূল যুব কংগ্রেসের সকল কর্মীবৃন্দদের উপস্থিতিতে প্রথমে ফেস্টুন টাঙানোর মাধ্যমে শহীদ স্মরণের প্রচার কাজ শুরু হয়। তারপর একের পর এক দেওয়াল লিখন সম্পন্ন করা হয়।