হাতে চুড়ি পরে নেই, ৩৫৬ নিয়ে পাল্টা হুঙ্কার মমতার

নতুন গতি নিউজ ডেস্ক: বাংলাকে আঘাত করলে সে আঘাত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে—দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা সম্পর্কে মঙ্গলবার কড়া মন্তব্য করেন তিনি। মমতার কথায়, ‘‘অত সস্তা নয়। বলা খুব সহজ। আগে নিজেদের দলকে ( বিজেপি) নিয়ন্ত্রণ করুক। আমরা কেউ হাতে চুড়ি পরে বসে নেই।’’

    রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে চাপানউতোর চলছিলই। এবার তা শুরু হল নবান্ন এবং রাজভবনের মধ্যে। রাজনৈতিক হিংসায় মৃত্যু নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির দেওয়া তথ্যকে আগেই চ্যালেঞ্জ করেছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সরকারি অনুষ্ঠানেই এ নিয়ে পাল্টা তথ্য দিয়ে তিনি বলেন, ‘‘রাজ্যপালকে সম্মান করি। কিন্তু তাঁর রাজনৈতিক ভাষণকে নয়।’’ তাঁর কথায়, ‘‘আমি রাজ্যপাল সম্পর্কে কিছু বলতে পারি না। রাজ্যপালও মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু বলতে পারেন না। প্রত্যেকেরই সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে।’’