তৃতীয় সপ্তাহেও জমে উঠলো “সূর্যাস্ত” মিলন হাট

 সেখ ইমরান,নতুন গতি,মেদিনীপুর:-
মেদিনীপুর কাসাই ব্রিজের কাছে তৃতীয় সপ্তাহেও জমে উঠলো ‘সূর্যাস্ত’ ময়দানের মিলন হাট। প্রতি শনিবার বিকেলে মেদিনীপুর শহরের রাঙামাটি রেলব্রীজের কাছে কাঁসাই নদীর তীরে এই হস্তশিল্পের মিলন হাট বসছে। ২৮ তারিখ ছিল তৃতীয় হাট। ভীড় হচ্ছে ভালোই। কেনাকাটাও মন্দ নয়। হাটের সাথে সাথেই খোলা মঞ্চে থাকছে লোকশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য গত ১৪ ই ডিসেম্বর এই সূর্যাস্ত মিলন হাটের উদ্বোধন করেন জেলা শাসক রশ্মি কমল। উপস্থিত ছিলেন সূর্যাস্তের মূল কান্ডারী সদর মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ, এডিশনাল এসপি অম্লান কুসুম ঘোষ, এমকেডির চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ মাইতি,ডিএসপি সুদীপ্ত সাঁতরা, সদর ব্লকের বিডিও ফারহানাজ্ খানম্।

    ছিলেন এই জায়গাটাকে সুন্দর করে তোলার প্রধান উদ্যোক্তা মণিকাঞ্চণ রায়, সুশান্ত ঘোষ, অরিন্দম দাস, সুদীপ কুমার খাঁড়া, দেবব্রত পাত্রসহ অন্যারা। যাঁরা প্রাথমিক ভাবে এই এলাকায় বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করে বিষয়টি প্রশাসনের নজরে আনেন। ছিল মেদিনীপুর কুইজ কেন্দ্র,মাসা, জঙ্গল মহল উদ্যোগ, মেদিনীপুর সমন্বয় সংস্থা, দুঃস্থের ছায়া, ঐক্যতান ক্লাব, সমাগম ক্লাব,হেল্পিং হ্যান্ড , ফটোগ্রাফি সোসাইটি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাব। এই রকম এক উদ্যোগ নেটিজেনদের প্রসংশা কুড়িয়েছে।