|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চমীর দিন উদ্বোধন হল ডায়মন্ডহারবার হারবার পুলিস জেলার পুজো গাইড ম্যাপ। এর উদ্বোধন করলেন পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। অনুষ্ঠানে হাজির ছিলেন পুলিস সুপার রাহুল গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দোপাধ্যায়, বিধায়ক পান্নালাল হালদার ও আব্দুল খালেক মোল্লা। উপস্থিত বক্তারা বলেন, এই গাইড ম্যাপ জেলার ১৩ টি থানার কোথায় কোথায় পুজো হচ্ছে এবং যানজট এড়িয়ে কীভাবে সেখানে যাওয়া যাবে তার রূপরেখা দেওয়া হয়েছে। পুলিস আধিকারিক ও যান শাসন কর্তাদের টেলিফোন নম্বর দেওয়া রয়েছে। যাতে কেউ অসুবিধায় পড়লে ওই টেলিফোন এ যোগাযোগ করে সাহায্য পেতে পারেন। পুলিস সুপার বলেন যানজট মুক্ত পুজো দেখার জন্য সব রকম ব্যবস্হা করা হয়েছে।