সিংহের চক পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন হল!

রায়দিঘি:নূরউদ্দিন:.. মথুরাপুর ২ নং ব্লকে খাড়ী অঞ্চলে সিংহের চক গ্ৰামে “সিংহের চক পল্লী উন্নয়ন সমিতির” উদ‍্যোগে, আজ সকাল ৮  ঘটিকায় পালিত  হলো ৭৭ তম স্বাধীনতা দিবস অনুষ্ঠান ।

    অনুষ্ঠানে উপস্থিত হয় প্রায় পাঁচ শত মানুষ জন , এছাড়া বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন পঞ্চায়েত সদস‍্য মাননীয় রাজু পুরকাইত,শিক্ষক নিরঞ্জন চক্রবর্তী, শিক্ষক অমরেন্দ্রনাথ হালদার মহাশয়,সমিতির উপদেষ্টা সত‍্যেন্দ্রনাথ হালদার, শিক্ষিকা পুতুল হালদার মহাশয়া অন‍্যান অতিথি বৃন্দ। জাতীয় পতাকা উত্তোলন করে সহীদ বেদিতে মাল‍্যদান করা হয়।সমিতির সভাপতি মাননীয় সুরঞ্জন চক্রবর্তীর মহাশয়ের বক্তবের মধ‍্যে ফুটে ওঠে ৭৭ তম স্বাধীনতার কথা।তুলে ধরা হয় “মেরী মাটি মেরা দেশের” কথা।যে সমস্থ জোয়ানরা দেশের জন্য প্রান দিয়েছে বা স্বাধীনতা সংগ্ৰামের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রতি শ্রদ্ধাঅর্ঘ নিবেদন করে ,আমরা যেন দেশের সেই আত্মবলিদান দিতে পারি।আজ এই “মেরী মাটি মেরা দেশ ” প্রোগ্ৰাম সারা ভারত বর্ষে প্রতিটি রাজ‍্যে,প্রতিটি ব্লকে,স্কুলে, বিভিন্ন সংগঠনে ও নেহরু যুব কেন্দ্র গত ৯ ই আগস্ট শুরু হয়েছে আজ ১৫ ই আগস্ট শেষ হবে।ডায়মন্ড হারবার নেহরু যুবক ছন্দ্র ও সিংহের চক পল্লী উন্নয়ন সমিতিতে এই অনুষ্ঠান হয়।

    ছোট ছোট ছেলে মেয়েদের হাতে গাছের চারা দিয়ে প্রতিটি মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া ,প্রত‍্যেকটি মানুষ একটি করে গাছ লাগালে পরিবেশ সুস্থ থাকবে, পরিবেশ সুস্থ থাকলে ভারত বর্ষের প্রতিটি মানুষ সুস্থ থাকবে। তিন কিলোমিটার রাস্তায় র‍্যালী করে বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে যথাযথ ম‍র্যাদার সহিত পালন করেছেন। র‍্যালীতে পরিবেশন করা হয় দেশাত্মবোধক গান ,নাচ ও বক্তব্য ।জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

     

    রায়দিঘি থেকে নূর উদ্দিনের রিপোর্ট নতুন গতি!