প্রয়াত পদ্মভূষণ সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক

দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার দিল্লির একটি হাসপাতালে ৮০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পদ্মভূষণ সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক। জানা গিয়েছে, এদিন দিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই আচমকা অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত দিল্লি এইমসে ভরতি করা হয় তাঁকে। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

     

    উল্লেখ্য, বিন্দেশ্বরের প্রতিষ্ঠান সুলভ ভারতে প্রায় সাড়ে পাঁচ কোটি সরকারি শৌচালয় তৈরি করেছে৷ পাশাপাশি ঘরে ঘরে ব্যবহারের জন্য প্রায় দেড় কোটি শৌচালয় তৈরি করেছে এই সংস্থা৷ মানুষের দ্বারা মানুষের বর্জ্য পরিষ্কার বন্ধ করতে দীর্ঘ দিন আন্দোলন করেছেন বিন্দেশ্বর পাঠক৷ তার আন্দোলনের পরেই এই বিষয় আইন আনে ভারত সরকার।