ফেসবুক গ্রুপের পোস্ট রেসপন্স করে রক্তদিলেন মিহির খামরি

নিজস্ব সংবাদদাতা, গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম: সোমবার রাত থেকেই একদিকে প্রকৃতি তার খামখেয়ালি গতিতে এগিয়ে চলছে ,মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন স্থানে চলছে ঝমঝম বৃষ্টি ,অন্যদিকে মহামারী পরিস্থিতিতে লকডাউনে স্বাভাবিক জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে । কিন্তু শত বাধার মাঝেও থেমে নেই সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক জনপ্রিয় সমাজমাধ্যম গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”-এর সদস্য-সদস্যারা। বিগত দিনের মতো আবারও জরুরি প্রয়োজনে রক্ত দিতে এগিয়ে এলেন গ্রুপের সদস্যরা।ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভর্তি আছেন ষাট বছর বয়সী বিষ্ণু ওঝা। তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে এ পজেটিভ রক্তের প্রয়োজন ছিল। মঙ্গলবার রাতে রক্তের প্রয়োজনীয়তার কথা জানিয়ে গ্রুপের এডমিন বিশ্বজিৎ পালের সঙ্গে যোগাযোগ করেন রোগীর আত্মীয় রবিন মন্ডল । রাত সাড়ে দশটা নাগাদ রক্তদানে সদস্য-সদস্যাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে পোষ্ট করেন বিশ্বজিৎবাবু নিজে l পোষ্টে নিজের ফোন নং সহ কমেন্ট করে রক্তদানে আগ্রহ প্রকাশ করেন নয়াবসানের বাসিন্দা, গ্রুপের সদস্য তথা গোপীবল্লভপুর হাসপাতালের কর্মী মিহির খামরি l হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীদের সহযোগিতায় মঙ্গলবার গোপীবল্লপুর ব্লাড ব্যাংকে রক্ত দেন মিহির খামরী। রোগীর পরিবারের পক্ষথেকে রক্তদাতা সহ রক্তদাতা যোগাড়ে সাহায্যকারী গ্রুপের সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য বিগত একবছরে বেশ কয়েকবার জরুরি প্রয়োজনে গ্রুপের উদ্যোগে রক্তদাতা যোগাড় করে দেওয়া হয়েছে।