|
---|
আজহারউদ্দিন : পুড়শুড়া থানার অন্তর্গত ঘোলদিগরুই গ্রামের আমিনুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগ ও আয়োজনে খানাকুল থানার অন্তর্গত রাজহাটি, বন্দর, রামচন্দ্রপুর, ধান্যঘোরী, হিরাপুর প্রভৃতি বন্যা প্রবণ এলাকায় মুড়ি, চিঁড়ে, বিস্কুট, সুজি ইত্যাদি শুকনো খাবার ত্রাণ হিসেবে বিলি-বন্টন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ ও সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন সাহেব জানান মানুষ মানুষেরই জন্য। তাই অসহায় মানুষদের পাশে যথাসময়ে দাঁড়ানোর প্রয়োজন আছে। এই ফাউন্ডেশন মানুষ হয়ে মানুষের জন্য কাজ করে। তিনি আরো বলেন মহান স্রষ্টা যেন তাঁদের সঠিক পথে পরিচালিত করেন।
ফাউন্ডেশনের সম্পাদক সৈয়দ আবু সালমান গালিব সাহেব বলেন সকলের দোয়া ও প্রার্থনা আমরা কামনা করি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জেলার কার্যকরী সভাপতি আবরার সাঈদী। শেখ খাইরুল অনাম, সেখ কুতুবউদ্দিন, নাজিবুল মোল্লা, শেখ আকরাম, শেখ নাসারুল্লাহ,