|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি,মালদা: বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে অভিনব উদ্যোগ নিল জেলা শিল্প কেন্দ্র। ১০ জন বেকার যুবক যুবতীদের কাগজের ব্যাগ তৈরি করার প্রশিক্ষণ দিল তারা। ১০ দিনের প্রশিক্ষণ নিয়ে তারা স্বনির্ভর হতে পারবে এবং জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে ঋণ দেওয়া হবে তাদের। বাজারের চাহিদা মত কাগজের ব্যাগ তৈরি করবে প্রশিক্ষণ নেওয়া ওই যুবক যুবতীরা। গত কয়েকদিন ধরে মালদা জেলা শিল্প কেন্দ্রে ওই যুবক যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের।এই বিষয়ে জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল বলেন, পৃথিবী ও পরিবেশকে বাঁচাতে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে হবে। তার বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে কাগজের ব্যাগ। সেই কারণে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ জন বেকার যুবক যুবতীকে কাগজের ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। তারা এই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে অন্যান্য যুবক যুবতীদের প্রশিক্ষণ দিবে। জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে মোট ৪০০ জনকে এই প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। ইতিমধ্যেই বাজারে চাহিদা বেড়েছে কাগজের তৈরি ব্যাগের। বিভিন্ন মাপের ব্যাগ তৈরি করার প্রশিক্ষণ পেয়েছে যুবক-যুবতীরা। এর মধ্যে বেশ কিছু জায়গা থেকে ব্যাগের অর্ডার দেওয়া হয়েছে।প্রশিক্ষণ নিয়ে খুব খুশি যুবক-যুবতীরা। তারা বলেন, তারা নিজেরা প্রশিক্ষণ নিয়েছেন এবং গ্রাম গঞ্জে গিয়ে অন্যান্য বেকার যুবক-যুবতীদের এই প্রশিক্ষণ দিবেন। বিভিন্ন মাপের ব্যাগ তৈরি করে তারা বাজারে বিক্রি করবেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্লাস্টিক ক্যারি ব্যাবহার বন্ধ হোক।