|
---|
নতুন গতি, মোথাবাড়ি: ছেলেদের জীবন মঙ্গল কামনা করে অনেক প্রথা রয়েছে যেমন, ভাইফোঁটা, জামাই ষষ্ঠী, কর্বাচোওথ ইত্যাদি। কিন্তু মেয়েদের জন্য তেমন কোন প্রথা নেই। যেখানে মেয়েরা মেয়েদের জন্য মঙ্গল কামনা করে থাকেন। তাই একদল মেয়ের ঐকান্তিক প্রচেষ্টায় চালু হল বোন ফোঁটা। আর এই প্রথা ভবিষ্যতে চালু থাকুক চাইছেন মেয়েরা। মেয়েরা এইদিনে মেয়েদের জন্য সুন্দর জীবন কামনা করবেন। এই বোন ফোঁটা অনুষ্ঠানে করে জেলা তথা রাজ্যে নজির স্থাপন করল তাঁরা। উদ্যোগতারা জানান, ভাইফোঁটা, জামাই ষষ্ঠী, কর্বাচওথ বহু কর্মসূচির সঙ্গে মেয়েরা পরিচিত। তাই সূচির পাশাপাশি আমাদের বোন ফোঁটা অভিনব কর্মসূচি। ফেসবুক ও হোয়াট্আপে প্রচার চালানো হয়। এই প্রচার করে এদিন মেয়েরা জমায়েত হয়। একদল চেনা ও অচেনা মেয়ে ফোঁটা দিয়ে পরস্পর পরস্পরের মঙ্গল কামনা করলেন। মেয়েদের মঙ্গল কামনা করে মেয়েরাই উৎসব অনুষ্ঠানে মেতে ওঠল। বোনেরা বোনেদের মঙ্গল কামনায় প্রায় ৫০ জন মেয়ে উপস্থিত হয়ে ফোঁটা দিল ও অনুষ্ঠান মেতে ঝওঠে। ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ নাগাদ মালদার এল আইসি মোড়ে উঠোনে পুর্ণিমা তিথিতে বোনফোঁটার অনুষ্ঠান হয়।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বোনেরা। আকস্মিক এই আয়োজনে বিপুল সাড়া ফেলেছে বলে দাবি করেন উদ্যোগতারা।অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুই মেয়ে সাবানা খাতুন ও প্রিয়া দাস এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুব খুশি হয়েছেন বলে জানান। তাঁরা আরও বলেন, যে যেমন পারে তেমন করে জিনিসপত্র এনেছিলেন। বোনফোঁটা উদ্যোগতা সুদেষ্ণা মৈত্র, মৌসুমী ঘোষ দাস প্রমুখরা বলেন, ছেলেদের জন্য বিভিন্ন দিবস রয়েছে। যেমন ভাইফোটা, জামাই ষষ্ঠী প্রভৃতি। কিন্তু মেয়েদের জন্য সেরকম কোন দিন নেই। যেখানে মেয়েরা মেয়েদের মঙ্গল কামনা করবে। স্বতঃস্ফূর্তভাবে ফেসবুকে প্রচার চালানো হয়। পরস্পর জমায়েত হয়ে বোনেরা বোনের কপালে ফোঁটা দিলাম। চেনা অচেনা প্রায় ৫০ জন বোন উপস্থিত ছিলেন। আমরা এই অনুষ্ঠান করতে পেরে খুশি হয়েছি। আমরা চাই ভাই ফোটার মত ক্যালেন্ডারে জায়গা করে নিক বোন ফোঁটা। আমাদের এই কর্মসূচি প্রতিবছর করার অভিপ্রায় রয়েছে বলে জানান উদ্যোগতারা।