|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমান:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় খাল-বিল চুনো মাছ- পিঠে- পুলি উৎসব অনুষ্ঠিত হলো পূর্বস্থলী ১ নং ব্লকের বিদ্যানগরে। খাল-বিল চুনো মাছ- পিঠে- পুলি উৎসবের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমাশাসক নিতীন ঢালী,পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক,কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল,কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য ডঃ দেবাশীষ নাগ,তুষার সামন্ত, কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ সুব্রত মজুমদার সহ প্রমুখ।খাল-বিল চুনো মাছ- পিঠে- পুলি উৎসব চলবে বুধবার পর্যন্ত।খাল-বিল চুনো মাছ-পিঠে- পুলি উৎসবে লোকগীতি বাউল গান অনুষ্ঠিত হচ্ছে।খাল-বিল চুনো মাছ- পিঠে- পুলি উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষজন আনন্দ উপভোগ করতে এসেছেন।