|
---|
নতুন গতি: পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র পরিষদ এর পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয় এ (২০২২) পৌরসভা নির্বাচন এ জাতীয় কংগ্রেস এর জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়। জয়ী প্রার্থী দের মধ্যে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার ২১ নং ওয়ার্ড এর কাউন্সিলর মহঃ সাইফুল, খড়্গপুর ১১নং ওয়ার্ড এর কাউন্সিলর পারমিতা ঘোষ এবং খড়্গপুর ১৫নং ওয়ার্ড এর কাউন্সিলর মুরলী রাও। উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন জেলা ছাত্র পরিষদ এর সভাপতি অনুপম ভট্টাচার্য, সেখ নাসির, নুর হোসেন, যুব কংগ্রেস এর মির্জা আকিব , নুরুল হোদা, মিলন, অশ্বিনী শর্মা, অমিত দে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা কুণাল ব্যানার্জি, অরূপ মুখার্জি, অনিল সিকারিয়া, আশিস মাঝি, পার্থ ভট্টাচার্য, রঞ্জন ভকত, নারায়ণ দেব, সুদীপ মল্লিক, মলয় ভট্টাচার্য, কৃষ্ণ কালি দে ও অন্যান্য ছাত্র পরিষদ , যুব কংগ্রেস ও জেলা কংগ্রেস এর কর্মীবৃন্দ