যোগ্যরাই জায়গা পাবে জেলা কমিটিতে

নিজস্ব সংবাদদাতা: আজ শিলিগুড়িতে নেমে এই কথায় জানিয়ে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ কলকাতা থেকে শিলিগুড়িতে নেমে তিনি জানালেন রাজ্যের থেকে নির্দেশ এসেছে 25জনের একটি কমিটি তৈরী করবার। অতিরিক্ত কাউকে নিয়ে কমিটি তৈরী করা যাবে না কোনভাবেই। যারা সত্যি সত্যি মন থেকে দলকে ভালবাসেন তাদের নিয়েই তৈরী করা হবে জেলা কমিটি। এখানে কারো কোনরকমের সুপারিশ চলবে না। জেলা কমিটি তৈরী হলেই আমরা পরবর্তী কাজের দিকে মনযোগ দেব জানালেন জেলা সভাপতি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই আমাদের জেলা কমিটি তৈরী করতে হবে।কারন এবারে দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। এদিন জেলা কমিটি তৈরী করা নিয়ে দলের মধ্যে মত পার্থক্য তৈরী হওয়ার গুজবকে একপ্রকার উড়িয়েই দেন জেলা সভাপতি।তিনি জানালেন এটা সম্পুর্ন গুজব ছাড়া আর কিছুই নয়। যারা যারা জেলা কমিটিতে জায়গা পাবেন না তারাও একই রকমের গুরুত্ব পাবেন দলের কাছে।খুব তাড়াতাড়ি আমরা জেলা কমিটি তৈরী করে আমাদের কাজে নেমে পড়ব জানালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। জেলা কমিটি তৈরী করা হয়ে গেলে আমরা অন্যান্য কমিটি গুলিও খুব তাড়াতাড়ি তৈরী করে নেব বলে জানালেন তিনি।