|
---|
মিজানুল কবির, কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আছড়ে পড়তে পারে বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সুত্রে খবর। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আগামী ৪৮ ঘন্টা অবধি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
আজ কলকাতায় তাপমাত্রা রয়েছে ৩২ ° সেলসিয়াস। তুলনামূলক ভাবে গরম রয়েছে দিনভর।বাতাসে আজ আদ্রতার পরিমাণ ৬৬ শতাংশ।
প্রসঙ্গত উল্লেখ্য যে ফেব্রুয়ারির শেষ রবিবার থেকে টানা পাঁচদিন দফায় দফায় পশ্চিমবঙ্গের বিভিন্না জায়গায় বৃষ্টি হয়েছিল ফলে তাপমাত্রাও কিছুটা কমে গিয়েছিল। এহেনো অবস্থায় বৃষ্টি কলকাতা বাসিকে কিছুটা হলেও সস্তি দিতে পারে।